বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অংশীদার হতে চায় যুক্তরাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অংশীদার হতে চায় যুক্তরাষ্ট্র।
সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল অফিসের প্রতিকি উদ্বোধন অনুষ্ঠানে তারা এসব বলেন। এদিনে ৩ দিনব্যাপি ২৮তম ইউএস ট্রেড শোর উদ্বোধনও করেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশি। আয়োজকরা জানান পূর্বে যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল অফিসের সুবিধা পেতে ব্যবসায়ীদের ভারতে যেতে হতো। বর্তমানে ঢাকাতে যুক্তরাষ্ট্র দূতাবাসে এই অফিসের সেবা নিতে পারবেন ব্যবসায়িরা। এবারের ট্রেড শো তে দেশীয় কোম্পানির পাশাপাশি ৫০টি মার্কিন কোম্পানি অংশগ্রহণ করেছে। আনুষ্ঠানিক বক্তব্যের পর ২৮তম ট্রেডশো তে অংশ নেয়া স্টলগুলো পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।