বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে ঋণ দিতেও আগ্রহ প্রকাশ করেছে দিল্লি : ভারতের রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০৭:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭০৮ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, দেশের সেতু, কালভার্ট ও সড়ক নির্মাণসহ অবকাঠামো উন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে ঋণ দিতেও আগ্রহ প্রকাশ করেছে দিল্লি। তবে তা দেশের স্বার্থ রক্ষা করলে পর্যালোচনার মাধ্যমে নেয়া হবে। আর ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের অবকাঠামো ও পল্লী উন্নয়নে বিনিয়োগ করতে চায় ভারত। বিকেলে সচিবালয়ে সৌজন্য সাক্ষাতকালে একথা বলেন তারা।
সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে আসেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। এসময় বাংলাদেশে কার্যকর ও দক্ষ স্থানীয় সরকার প্রতিষ্ঠায় ভারতের অভিজ্ঞতা বিনিময়সহ স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।
পরে দু’দেশের মধ্যে বিরাজমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে ভারতের রাষ্ট্রদূত বলেন, উভয় দেশের মধ্যে যোগাযোগ সুদৃঢ় হলে দু’দেশের মানুষও তার সুফল ভোগ করবে। বাংলাদেশের অবকাঠামো ও পল্লী উন্নয়নে দিল্লী গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে, এক্ষেত্রে উভয় দেশ অভিজ্ঞতা বিনিময়ে কার্যকর পদক্ষেপ নিলে লাভবান হবে বলে মন্তব্য করেন তিনি। গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে ভারত সুযোগ চায় উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, সুপেয় পানি সরবরাহ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বাংলাদেশে বিনিয়োগ করবে ভারত। ভারতীয় রুপির পাশাপাশি বাংলাদেশী মুদ্রায়ও ভারতের সাথে বাণিজ্যিক লেনদেন হলে উভয় দেশেরই বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও বাণিজ্য সহজীকরণ হবে বলে জানান তাজুল ইসলাম।