বাংলাদেশের জনগণ এবারও অংশগ্রহণমূলক নির্বাচন থেকে বঞ্চিত হচ্ছে : ইফতেখারুজ্জামান
- আপডেট সময় : ০৬:১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ২০৮৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের জনগণ এবারও অংশগ্রহণমূলক নির্বাচন থেকে বঞ্চিত হচ্ছে না বলে শঙ্কা প্রকাশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ বলতে যা বোঝায়, এবারও তা দেখা যাচ্ছে না। সকালে রাজধানীর ধানমণ্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক। সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলীয় ও স্বার্থের প্রভাবমুক্ত ভূমিকা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার জরুরী বলেও মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান।
গণতন্ত্র, সুশাসন ও শুদ্ধাচার চর্চার রাজনৈতিক অঙ্গীকার : টিআইবির সুপারিশমালা শিরোনামে ধানমন্ডির মাইডাস সেন্টারে এই সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। শুরুতেই লিখিত বক্তব্যে টিআইবির সুপারিশগুলো তুলে ধরা হয়। পুনরায় না ভোটের প্রচলন, বিচার বিভাগে নিয়োগ, পদায়ন ও বদলিসহ বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের সুপারিশ করা হয়। পরে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, তফসিল ঘোষণার আগে ও পরের পর্যবেক্ষণে নির্বাচনের পরিবেশ উদ্বেগজনক। তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের মাধ্যমে সংসদে প্রান্তিক মানুষের প্রতিনিধি নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে নির্বাচনসহ তথ্য অধিকার ও আইনের শাসন নিয়ে ৯টি ক্ষেত্রে ৭৬টি সুপারিশ করে টিআইবি।