বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চ্যালেঞ্জিং
- আপডেট সময় : ০৬:৪৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
করোনায় আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা বিরতির কারণে বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। সেরা দল নিয়ে না আসলেও ক্যারিবীয়রা যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ বলে দাবি বাংলাদেশের এই প্রথম সেঞ্চুরিয়ানের। তবে, ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ। যদিও সিরিজ জিততে শুধু সিনিয়র ক্রিকেটাররা নন, দলের সবাইকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার।
দীর্ঘ ১১ মাসের অপেক্ষা শেষ হচ্ছে বাংলাদেশের। করোনার কালো অধ্যায় মুছে তামিম-সাকিবরা ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। করোনায় বাংলাদেশের বিরতিটা যতটা লম্বা, ওয়েস্ট ইন্ডিজের ততটাই কম। ইংল্যান্ড আর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে ক্যারিবীয়রা। যে বিচারে বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি।
করোনার অযুহাতে বাংলাদেশ সফরে আসেননি পোলার্ড, হেটমায়ার, পুরানসহ ১০ অভিজ্ঞ ক্রিকেটার। তারপরও ক্যারিবীয়দের শক্তিশালী প্রতিপক্ষ বলছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। তাই সিরিজ জিততে হলে, সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি জুনিয়রদেরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে মনে করেন অপি।সিরিজে নেই, তবুও আছেন বাংলাদেশ ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। স্কোয়াডে ম্যাশের না থাকা নিয়ে প্রতিদিনই আলোচনা-সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে, এসবকে ক্রিকেটেরই অংশ বলছেন মেহরাব হোসেন অপি।
ঘরের মাঠে সিরিজ– তাই বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ। তবে, সেরা পারফর্ম করার বিকল্প দেখছেন না মেহরাব হোসেন অপি।