বাংলাদেশের নির্বাচন ইস্যুতে জাতিসংঘের ভূমিকা ডাবল স্ট্যান্ডার্ড : রাশিয়ার রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০৭:১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / ১৬৯১ বার পড়া হয়েছে
বাংলাদেশের নির্বাচন ইস্যুতে জাতিসংঘের ভূমিকাকে ডাবল স্ট্যান্ডার্ড বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি । জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের মনে রাখা উচিত সংগঠনটি শুধু পশ্চিমাদের নয়, পুরো বিশ্বের।আরেক প্রশ্নের জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের যেকোন নিষেধাজ্ঞা বিরুদ্ধে অবস্থান নেবে রাশিয়া। বন্ধু চিনতে বাংলাদেশকে আরো সতর্ক ও দূরদর্শী হবার পরামর্শও দেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ। এরমাঝে নির্বাচনকে ঘিরে বেড়েছে কূটনৈতিকদের দৌড়ঝাপ। এরমাঝে নির্বাচনকে সুষ্ঠু করতে সবপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব। এমন পরিস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবে টক উইথ অ্যাম্বাসেডর শীর্ষক মতবিনিময়ের বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নির্বাচন ইস্যুতে দ্বিমুখী আচরণ করছে জাতিসংঘ। স্বাধীনতা সাংবাদিক পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের যেকোন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া। ১৯৭১ এর স্মৃতিচারণ করে তিনি বলেন, বাংলাদেশের উচিত বন্ধু বিগতে মূল্যায়নে আগামী দিনের বন্ধু বাছাইয়ে সতর্ক ও দূরদশী হওয়া।