বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ধন্যবাদ জানান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেয়ায় বাংলাদেশ ও দেশটির সরকার প্রধানসহ সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে যুক্তরাজ্য।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ধন্যবাদ জানান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। শনিবার মধ্যরাতে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেসউইং এ তথ্য জানায়। এসময় ব্রিটেনের রাজা হিসেবে চার্লসের সিংহাসন আরোহণে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা তার দীর্ঘায়ূ ও সমৃদ্ধি কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন, কমনওয়েলথের প্রধান হিসেবে অসাধারণ অবদান রেখে গেছেন রানি। কাল ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানির শেষকৃত্যে অংশ নেবেন শেখ হাসিনা। একই দিন সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।