বাংলাদেশের ফুটবলের সাথে আবারো যুক্ত হলেন ডিয়াগো আন্দ্রেস ক্রুসিয়ানি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
১৪ বছর পর বাংলাদেশের ফুটবলের সাথে আবারো যুক্ত হলেন ডিয়াগো আন্দ্রেস ক্রুসিয়ানি। বাংলাদেশের ফুটবলে পরিচিত মুখ এই আর্জেন্টাইন কোচ।
সাইফ স্পোর্টিং ক্লাবের হেড কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে ফিরলেন আন্দ্রেস ক্রুসিয়ানি। প্রাথমিকভাবে এই আর্জেন্টাইনের সাথে এক বছরের চুক্তি হয়েছে বলে জানালেন ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী। আন্দ্রেস ক্রুসিয়ানির সাথে ফিটনেস ট্রেনার হিসেবে আরেক আর্জেন্টাইন ইজিকুয়েল রোজাস নিয়োগ পেয়েছেন। ২০০৫ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন। এরপর ২০০৭ সালে ঢাকা আবাহনীর কোচের দায়িত্ব পালন করেছেন।