বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা
- আপডেট সময় : ০৫:০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। চট্টগ্রামে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৩৬ রান।
দুই ওপেনার দিমুথ করুনারত্নে আর ওসাদা ফার্নান্ডো ব্যাটে শুরুটা ভালো করে সফরকারীরা। শরিফুল ইসলাম আর খালেদ আহমেদের করা প্রথম ৭ ওভার ভালোভাবেই কাটিয়ে দেন তারা। দলীয় রান করেন ২২। অষ্টম ওভারে স্পিনার নাইমের হাতে বল তুলে দেন অধিনায়ক মুমিনুল হক। তাতেই মেলে সাফল্য। আউট করেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নকে। ১৭ বলে ৯ রান করে সাজঘড়ে ফেরেন লঙ্কান অধিনায়ক। আবারও নাইমের বলে শিকার হন ফার্নান্ডো। করেন ৭৬ বলে ৩৬ রান। ম্যাথিউস ৩৬ আর কুশল মেন্ডিস ৪৮ রানে অপরাজিত আছেন।
অ্যান্ড্রু সায়মন্ডস শোক ছুঁয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটেও। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছেন দুই দলের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও গণমাধ্যম কর্মীরা। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড শোকবার্তা প্রকাশ করেছে