বাংলাদেশের যেকোন প্রয়োজনে জাপান সরকার পাশে থাকবে : ইতা-নাওকি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বাংলাদেশের যেকোন প্রয়োজনে জাপান সরকারের পাশে থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ইতা-নাওকি।
স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সাভার জাতীয় স্মতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এ কথা জানান তিনি। নাওকি বলেন, বাংলাদেশ মেট্রারেল,পদ্মা সেতু, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র প্রকল্প ও আড়াইহাজার অর্থনৈতিক জোনসহ অনেক বড় বড় প্রকল্পে জাপান সহায়তা দিচ্ছে। প্রকল্পগুলোর কাজ শেষ হলে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি দৃশ্যমান হবে। রাষ্ট্রদূত আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ করোনা মোকাবিলায় সক্ষম হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তিনি।