বাংলাদেশের রিজার্ভ ৪২ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে
- আপডেট সময় : ০৭:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আগামী বাজেটের আগেই দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ থেকে বিভিন্ন প্রকল্পের জন্য ঋণ নেওয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল । বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষ ভার্চুয়াল মাধ্যমে সংবাদ বিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “৩০ ডিসেম্বরের আগে রিজার্ভ ৪২ বিলিয়ন ডলারে নিয়ে যাবার বিষয়টি আগেই ঠিক করা হয়েছে। তার আগেই তা নিয়ে যাওয়া হয়েছে। এটিই জাতির জন্য পাওনা।”মহামারীর মধ্যে গত ১৫ ডিসেম্বর বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন ৪ হাজার ২০০ কোটির মাইলফলক অতিক্রম করে। মন্ত্রী বলেন, “ কমিটমেন্ট আছে ২০৩০ সাল নাগাদ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে ৫০ বিলিয়ন ডলারে নিয়ে যাবার। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন বাইরে ইনভেস্ট করলে ১ থেকে ২ শতাংশের বেশি দেশ পাই না। সরকারি প্রতিষ্ঠানে যদি বিনিয়োগ করা হয় এবং সেগুলো ডলারে রিসিভ করতে পারি তাহলে ফান্ড ফ্লো ইনটেক থাকল এবং ইনকামটাও অনেক বেশি বৃদ্ধি পাবে।