বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হবে না : পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ১৬০৬ বার পড়া হয়েছে
সোমালিয়া জলদস্যুদের হাতে আটক জাহাজ ও নাবিকদের বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো কৌশলী হতে গণমাধ্যমের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি আরো বলেন, বাংলাদেশের গণমাধ্যমের ওপর স্যাটেলাইটের মাধ্যমে নজর রাখছে সোমালিয়ান জলদস্যুরা। এই নিয়ে বেশি মাতামাতি কিংবা স্বজনদের আহাজারী প্রচার করলে দস্যুদের চাহিদা আরো বেড়ে যাবে। নাবিক ও জাহাজটিকে দ্রুত মুক্ত করার স্বার্থে সবাইকে ধৈর্য্য ধরার আহবান জানান তিনি। পাশাপাশি নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মুল্যায়ন প্রসঙ্গে বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোন অবনতি হবে না। বর্তমানে দুই দেশই চলমান সম্পর্ক আরো উন্নত করতে কাজ করে যাচ্ছে বলে জানান হাছান মাহমুদ।