বাংলাদেশের সমরাস্ত্র বহনকারী কার্গো বিমান গ্রিসে বিধ্বস্ত : আট আরোহীর মৃত্যু
- আপডেট সময় : ০৭:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
সার্বিয়া থেকে ১১ টন অস্ত্র-গোলাবারুদের চালান নিয়ে বাংলাদেশে আসার পথে গ্রিসে বিধ্বস্ত হয়েছে একটি কার্গো বিমান। এতে বিমানের আট আরোহীর সবাই মারা গেছেন। সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজসা স্টেফানোভিচ এ তথ্য জানিয়েছেন। বিমানে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি’র জন্য কেনা প্রশিক্ষণ মর্টারশেল ছিল বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।
সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানান, এই ১১ দশমিক ৫ টন সমরাস্ত্রের ক্রেতা ছিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কার্গোতে মর্টার শেল এবং প্রশিক্ষণ শেলও ছিল। জর্ডান, সৌদি আরব ও ভারত হয়ে বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল বলে জানান তিনি। তদন্তের জন্য ঘটনাস্থলে স্পেশাল ডিজেস্টার রেসপন্স ইউনিট ও সেনা বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ। গ্রিসের রাষ্ট্রীয় গণমাধ্যম ইআরটি তাৎক্ষণিকভাবে জানায়, কার্গো বিমানটিতে সব মিলিয়ে ১২ টনের মতো মালামাল ছিল। ইউক্রেনভিত্তিক একটি প্রতিষ্ঠানের ওই বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে চেয়েছিলেন। তবে, শেষ পর্যন্ত আর রানওয়েতে যেতে পারেনি।