বাংলাদেশের সাথে জাপানের সাংস্কৃতিক সম্পর্ক দিনদিন সুদৃঢ় হচ্ছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের সাথে জাপানের সাংস্কৃতিক সম্পর্ক দিনদিন সুদৃঢ় হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। জাপান-বাংলাদেশ কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘরে ১৪ দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের আধুনিকায়নে জাপানের ভূমিকার কথাও স্মরণ করেন তিনি।
জাপান-বাংলাদেশ কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উৎযাপনের অংশ হিসেবে রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘরে ১৪ দিন ব্যাপি চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, জাপান বাংলাদেশের অকৃতিম বন্ধু হিসেবে সবসময় পাশে থেকেছে।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, গত ৫০ বছরের মত আগামীতেও বাংলাদেশের পাশে থাকবে জাপান।
অনুষ্ঠানে চারুকলা ইনিস্টিটিউটের অধ্যাপক সাঈদ আবুল বারাক আলভির হাতে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর দেয়া একটি এ্যাওয়ার্ড হস্তান্তর করেন ইতো নাওকি।