বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ভারতীয় ভ্যারিয়েন্টের করোনার প্রতিরোধে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এতে করে আগামী ১৪ জুন পর্যন্ত ভারতের সঙ্গে স্থলসীমান্ত দিয়ে সব ধরনের যাতায়াতে থাকছে সীমাবদ্ধতা। ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে গত ২৬ এপ্রিল দেশটির সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধ করে বাংলাদেশ। প্রথম দফায় ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ করে দেয়ার পর বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশের সুবিধা পান বাংলাদেশিরা। পরবর্তীতে অবশ্য দর্শনা, হিলি ও সোনামুখী বন্দর তিনটি দিয়ে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরার সুযোগ দেয় সরকার। ভারতীয় ধরন ঢুকে পড়ার শঙ্কায় স্থানীয়দের চাপের মুখে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আজ থেকে ৩রা জুন পর্যন্ত ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।