বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই প্রতিবেশির সাথে সুসম্পর্ক : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই প্রতিবেশির সাথে সুসম্পর্ক ধরে রাখতে হবে। আগামী বছরই ঢাকা-সিলেট ফোর লেন প্রকল্প একনেকে তোলা হবে বলেও জানান সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের
মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রী সিলেট-মৌলভীবাজার ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরো জানান, সারাদেশের উন্নয়নের সাথে সিলেটের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর আছে। এই রুটে বাস চালু প্রসঙ্গে মন্ত্রী বলেন, যাত্রীদের দুর্ভোগ লাঘবে পর্যায়ক্রমে সকল রুটে বিআরটিসির বাস চালু করা হবে। এর আগে সিলেট বিআরটিসির বাস কাউন্টার উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানান, দুই রুটে শুরুতে মোট ১২টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস যাতায়াত করবে।