বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০১:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে আলাদা করে কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান নেবে না বলেও জানিয়ে দিয়েছে দেশটি।
সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বাংলাদেশে বিরোধী দলের বিক্ষোভে হামলা, ধর-পাকড় এবং সমাবেশে বাধা দেওয়ার কারণে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে কী না এমন প্রশ্নের জবাবে এই মুখপাত্র বলেন, যেমনটি অন্য দেশের ক্ষেত্রে জানিয়েছি, ঠিক একই কারণে ভিসা নিষেধাজ্ঞাসহ অন্য যে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপের তথ্য যুক্তরাষ্ট্র প্রকাশ করে না। তবে বাংলাদেশ প্রসঙ্গে ভিসা নিষেধাজ্ঞার আওতাগুলো তিনি ফের উল্লেখ করেন। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফ্রিংয়ে কম্বোডিয়ায় ভিসা নিষেধাজ্ঞা আরোপ এবং বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে করা একাধিক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র মিলার।
বাংলাদেশে মানবাধিকার কর্মীদের হুমকি, হয়রানি এবং নির্যাতন প্রসঙ্গে মিলার বলেন, মানবাধিকারের চর্চায় যেকোনো নিয়ন্ত্রণ আরোপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান।