বাংলাদেশে গণ প্রবেশের চার বছর পরও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বাংলাদেশে গণ প্রবেশের চার বছর পরও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। দুই দফা প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও, নানা কারণে তা থমকে আছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সংকট সৃষ্টি করে সে দেশের সরকার। সহিংস হামলার শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসে। কয়েক সপ্তাহের মধ্যেই নিরাপত্তা ও আশ্রয়ের খোঁজে পাঁচ লাখের বেশি মানুষ বাংলাদেশে ঢোকে। নারী, পুরুষ ও শিশুরা সঙ্গে করে নিয়ে আসে অবর্ণনীয় অত্যাচারের কাহিনি। হারিয়ে যাওয়া প্রিয়জনের স্মৃতি বুকে নিয়ে বেঁচে যাওয়া মানুষ আশ্রয় নেয় কক্সবাজারে। মিয়ানমার ছেড়ে আসা তাদের গ্রামগুলোও ধ্বংস করে দেওয়া হয়।