বাংলাদেশে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে ভারত সহায়তা করতে চায় : প্রণয় ভার্মা
- আপডেট সময় : ০৬:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ১৬১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে ভারত সহায়তা করতে চায় বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে ভারত বাংলাদেশের পাশে আছে, সমর্থন দিচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারা।
সচিবালয়ে মন্ত্রণায়ের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখী হন তারা।
ভারতীয় হাই কমিশনার জানান, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক রয়েছে। পরিবেশগত মিল থাকায় দু’দেশকেই একই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে হয়। এসব ক্ষেত্রে ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করতে পারে।
সিংক: প্রণয় ভার্মা, ভারতীয় হাই কমিশনার
আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক সমস্যা মোকাবিলায় ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে দু’দেশ। পাশাপাশি দুর্যোগমুক্ত একটি প্রজন্ম তৈরি করতে একসঙ্গে কাজ করার কথা জানান তিনি।
সিংক: মহিবুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
রিমোর্ট সেন্সিং নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে, এ বিষয়ে দু’দেশের ঐক্যবদ্ধ কাজ করার কথা জানান মহিববুর রহমান।
আপস…
এস কে সৌরভ, এসএটিভি, ঢাকা।