বাংলাদেশে নিজের উপস্থিতির জানান দিল চেইন রেনেসাঁ ইন্টারন্যাশনাল
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশে নিজের উপস্থিতির জানান দিল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হোটেল চেইন রেনেসাঁ ইন্টারন্যাশনাল।
দুপুরে রাজধানীর গুলশানে আন্তর্জাতিক লাইফ স্টাইল হোটেল ব্যাণ্ড রেনেসাঁর গুলশান শাখার উদ্বোধন করেন প্রিমিয়ার হোটেল ম্যানেজম্যান্ট কোম্পানি লিমিটেড এবং প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল। এ সময় তিনি বলেন, বিদেশী বিনিয়োগকারী এবং পর্যটকসহ সব অতিথিদের আন্তর্জাতিক মানের সেবা দেয়ার লক্ষেই রাজধানীর অভিজাত এলকায় যাত্রা শুরু করেছে রেনেসাঁ। এসময় আরো উপস্থিত ছিলেন প্রিমিয়ার গ্রুপে ব্যবস্থাপনা পরিচালক মইন ইকবালসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় সংস্কৃতিকে নান্দনিকভাবে তুলে ধরাই রেনেসাঁ গুলশানের লক্ষ্য।