বাংলাদেশে বড় ধরণের বিনিয়োগ করতে আরব আমিরাতের ব্যবসায়ীদের আহ্বান
- আপডেট সময় : ০৩:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বাংলাদেশের অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি, তথ্য-প্রযুক্তি, জাহাজ নির্মানসহ বিভিন্ন সেক্টরে আরো বড় ধরণের বিনিয়োগ করতে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রাতে আবুধাবিতে প্রধানমন্ত্রীর সম্মানে বাংলাদেশ দূতাবাসের নৈশ ভোজে যোগ দেয়া সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশে অর্থনৈতিক অঞ্চল ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে এবং হাইটেক পার্কে বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে পারস্পরিক বানিজ্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যৌথ উদ্যোগের ফলে দু’দেশের দ্বিপাক্ষিক বানিজ্য বহুমূখী হবে এবং সম্প্রসারণ ঘটবে। তিনি জানান, বংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বানিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিপুল সম্ভাবনা রয়েছে। সরকারি ও বেসরকারি সেক্টরে দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অনেক সম্ভাবনা রয়েছে বলেও জানান শেখ হাসিনা।