বাংলাদেশে যে কোন মূল্যেই হোক বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠিত হবে : নির্মল রঞ্জন গুহ
- আপডেট সময় : ০৮:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশে যে-কোন মূল্যেই হোক, বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠিত হবেই। এটি ঠেকানোর শক্তি ও ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ।
সকালে জাতীয় সংসদ ভবনের সামনে ভাস্কর্য নির্মাণে বিরোধিতার নামে বিএনপি-জামায়তের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনগুলো। এতে অংশ নিয়ে নির্মল রঞ্জন গুহ বলেন, বিশ্বের অন্যান্য মুসলিম দেশে বহু ভাস্কর্য আছে। সেখানে ভাস্কর্যের প্রতিবাদে কেউ কথা বলে না। বিএনপি-জামায়াত জঙ্গিদের ভাষায় কথা বলছে। বাংলাদেশে পাকিস্তানের প্রেতাত্মা বা রাজাকারদের হুমকি শোনার জন্য নয় মাস যুদ্ধ করে স্বাধীন করা হয়নি। এটা ধর্মনিরপেক্ষ স্বাধীন দেশ। এখানে সব থাকবে। কারো উগ্রবাদী কথা জনগণ মানে না বলে জানান সেচ্ছাসেবক লীগ নেতারা।