বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ইইউ ডেলিগেশনের
- আপডেট সময় : ০৫:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন- ইইউ এবং জোটটির সদস্য দেশগুলোর ঢাকা মিশন। এ সংক্রান্ত একটি সংক্ষিপ্ত বিবৃতি টুইট করেছে ঢাকার ইইউ ডেলিগেশন। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সাম্প্রতিক সহিংসতার খবরে তারা গভীরভাবে উদ্বিগ্ন।
রাজনৈতিক কর্মকাণ্ডে নিযুক্ত সব পক্ষকে তারা শান্তিপূর্ণ ও আইনানুগ পদ্ধতিতে রাজনীতি করার দৃঢ়ভাবে উৎসাহিত করছে। সম্প্রতি আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে। গত শনিবার ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। আওয়ামী লীগ করে শান্তি সমাবেশ। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। ইউনিয়ন পর্যায়ের পদযাত্রায় ৪০ জেলায় বাধা ও হামলার অভিযোগ করেছে বিএনপি। দলটি বলছে, পদযাত্রা কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় পাঁচ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। অনেকের বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।