বাংলাদেশে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় জাতিসংঘ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হলেও রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষের মৃত্যু উদ্বেগজনক। তাই সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই জাতিসংঘের প্রত্যাশা।
এমনটাই জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিরোধ মীমাংসার পথে আলোচনা গুরুত্বপূর্ণ এবং সেই চেষ্টাই করা উচিত। কূটনীতিক রিপোর্টারদের সংগঠন- ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ডিক্যাব টকে তিনি বলেন, রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে। সংকট সমাধানে বাংলাদেশের পাশে আছে জাতিসংঘ।