বাংলাদেশ ইন্সটিটিউট অব প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’র শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৯:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইন্সটিটিউট অব প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি- বিপেট-এর শুভ উদ্বোধন করা হয়েছে। দুপুরে ঢাকার কেরাণিগঞ্জের পানগাঁও বন্দর রোডের আইন্তা এলাকায় এর উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী জানান, নেপালের সাথে শিগগিরই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হচ্ছে। প্রধান মন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর সাথে জরুরী ভিত্তিতে ফ্রি-ট্রেড এগ্রিমেন্ট করতে। অস্ট্রেলিয়া, কানাডা, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়াসহ অনেকগুলো দেশের সাথে ফ্রিট্রেড করার বিষয়ে কথা হয়েছে। যদিও এতে বাংলাদেশের রাজস্ব আয় কিছুটা চাপে পড়বে। এসময় তিনি বিপেট-এর ক্যাম্পাস ঘুরে দেখেন। এরপর ফলক উন্মোচন ও দোয়াশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপেট চেয়ারম্যান এবং বেঙ্গল গ্রুপ ও আরটিভির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন।