বাংলাদেশ উপ-হাইকমিশনের সচিব মুহাম্মদ সানিউল কাদেরের অশ্লীল চ্যাটিং ও ভিডিও ভাইরাল
- আপডেট সময় : ০৯:০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৬৬২ বার পড়া হয়েছে
ভারতীয় এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ উপ-হাইকমিশনের সচিব মুহাম্মদ সানিউল কাদেরের বেশ কিছু অশ্লীল চ্যাটিং ও ভিডিও। আলিশা মাহমুদ নামে এক ভারতীয় বাংলাদেশ উপ-হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক মেসেঞ্জারে দু’টি ভিডিও পাঠালে মুহূর্তেই তা ছড়িয়ে যায়।
সকালে সানিউল কাদের বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফেরেছেন। এর আগে তাকে ২৪ ঘন্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে দিল্লীর সংশ্লিষ্ট দূতাবাস। বেনাপোলের ওসি রাজু আহম্মেদসহ বন্দর সংশ্লিষ্টরা জানান, বৈধ পাসপোর্টে সামিউল কাদের বাংলাদেশে প্রবেশ করেছেন। স্থানীয় গণমাধ্যম কর্মীরা তার কাছে আকস্মিক ভারত ত্যাগের কারণ জানতে চাইলে কিছু না বলে একটি প্রাইভেটকারে দ্রুত বন্দর ত্যাগ করেন। করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই সামিউল দেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে ইমিগ্রেশন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের কর্মকর্তারা।