বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচে জিতেনি কেউই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচে জিতেনি কেউই। ড্র হয়েছে দু’দলের একমাত্র প্রস্তুতি ম্যাচ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ১৪৬ রানের জবাবে ৮ উইকেটে ২৬৯ রান করে বাংলাদেশ।
সাদমান মমিনুলরা ব্যর্থ হলেও ব্যাট হাতে মাউন্ড মঙ্গানুইয়েতে আলো ছড়িয়েছেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম। অর্ধশতকের দেখা পেয়েছেন এই দুই ক্রিকেটার। দুজনের উইলো থেকে আসে সমান ৬৬ রান করে। ৪১ রান করেন লিটন। ২৭ রানে আসে নাজমুল শান্ত’র ব্যাট থেকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করেনি কেউই। এর আগে প্রথম ইনিংসে ৭ উইকেটে ১৪৬ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড একাদশ। তিন উইকেট নেন রাহি। তাসকিন ও মিরাজের শিকার দুটি করে উইকেট। ১ জানুয়ারি প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। দু’দলের দ্বিতীয় টেস্ট শুরু ৯ জানুয়ারি থেকে।