বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের নিয়ে সাইকেল রেলির উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
প্রতিবেশী দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের নিয়ে সাইকেল রেলির উদ্বোধন করা হয়েছে।
দুপুরে যশোর সেনানিবাসের ওসমানি স্টেডিয়ামে ফ্লাগ অফ অনুষ্ঠানের মাধ্যমে রেলির উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ নূরুল আনোয়ার। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের উর্ধ্বতন কর্মর্কতারা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন, ভারতের সাথে ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে। এ ধরণের কার্যক্রম সে সম্পর্ককে আরো সুদৃঢ় করবে। চতুর্থবারের মত আয়োজিত এ রেলিতে বাংলাদেশের ২০ সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন। মেজর মাহমুদ ও ভারতীয় ২০ সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন কর্নেল মোহিত সিং। টিমটি ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা পরিদর্শন করবে। এসময় তারা মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি বিজড়িত জায়গাগুলো পরিদর্শন করবেন। সেইসাথে মুক্তিযোদ্ধা ও স্থানীয় মানুষদের সঙ্গেও কথা বলবেন।