বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিগগীরই বিমান চলাচল শুরু হবেঃ পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিগগীরই সরাসরি বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন এছাড়াও মালদ্বীপের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে একটি যৌথ কমিশন গঠনসহ চারটি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। যা দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের সুচনা করবে বলে মন্তব্য করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। বিকেল দুই দেশের যৌথ সংবাদ সম্মেলনে এসব জানান তারা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে বুধবার বাংলাদেশে আসেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ সলিহ এবং তার স্ত্রী ফাজনা আহমেদ। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ।এ সময় তাকে কার্যালয়ের টাইগার গেটে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ সময় দুই নেতার একান্ত বৈঠকের পর মিলিত হন দুই দেশের প্রতিনিধি দল দ্বিপক্ষীয় বৈঠকে ৷ বৈঠক শেষে দুই দেশের পক্ষে সংশ্লিষ্টরা ৪ টি সমঝোতা স্মারকে সই করেন৷
যার বিস্তরিত তুলে ধরতে আয়োজন করা হয় যৌথ সংবাদ সম্মেলনের। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানান অত্যন্ত ফলপ্রসু হয়েছে দুই নেতার বৈঠক।মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের অনেক শ্রমিক আছেন মালদ্বীপে যাদের নিয়মিত করার কাজ শুরু হয়েছে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আব্দুল্লাহ শহীদ জানান ভারত মহাসাগর ঘিরে কোন ধরণের অস্থিরতা চায় না মালদ্বীপ।