বাংলাদেশ কঠিন সময় পার করছে: ড.ইউনূস
- আপডেট সময় : ০২:২২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
জাতীয় ঐক্যের ডাক দিতে রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক। কাল বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে। এর লক্ষ্য ঐক্যের ডাক দেওয়া। এর আগেই গতকাল ছাত্র নেতাদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
প্রেস সচিব বলেন, বাংলাদেশ নিয়ে ভারত আক্রমণাত্মক অপতথ্য ছড়াচ্ছে।যার কারণে, হাইকমিশনে হামলা হয়েছে। এর সম্পূর্ণ দায়ভার ভারতীয় মিডিয়ার। পূর্ব নির্ধারিত ধারণা নিয়েই ভারত অপতথ্য ছড়াচ্ছে অভিযোগ করে শফিকুল আলম বলেন, এমন মনোভাব বজায় থাকলে, আলোচনা সম্ভব নয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের প্রতিবেদনেও বড় ধরনের গলদ আছে বলে জানান প্রেস সচিব। এদিকে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটিতে থাকা বাংলাদেশের হাইকমিশন, ডেপুটি হাইকমিশন ও সহকারী হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।