বাংলাদেশ কোস্ট গার্ডকে স্বতন্ত্রবাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ কোস্ট গার্ডকে স্বতন্ত্রবাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় মাদক, মানব পাচারসহ বিভিন্ন কার্যক্রমে কোস্ট গার্ডের বীরত্বপূর্ণ ও সাহসীকতার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বাহিনীকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সরকার বদ্ধপরিকর। এ ছাড়া খুব শীঘ্রই অত্যাধুনিক অফশোর প্যাট্রল ভেসেল, হোভারক্রাফ্ট ও অন্যান্য উচ্চ প্রযুক্তি সম্পন্ন জলযান এ বাহিনীতে যুক্ত করার বিষয়টিও জানান আসাদুজ্জামান খান কামাল। এর আগে কোস্ট গার্ড এর বিভিন্ন স্তরের কর্মকর্তা, নাবিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্বপূর্ণ ও সাহসী কার্যক্রমের জন্য পদক বিতরণ করেন স্বরাষ্ট্র মন্ত্রী।