বাংলাদেশ ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী
- আপডেট সময় : ১২:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন সাবেক ক্রিকেটার ও বোর্ডের সিনিয়র পরিচালক জালাল ইউনুস চৌধুরী।
এছাড়া মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান হয়েছেন তানভির আহমেদ টিটো। গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে আবারও থাকছেন খালেদ মাহমুদ সুজন। আর ভাইস চেয়ারম্যান হয়েছেন ফাহিম সিনহা। হাই পারফরমেন্স কমিটির চেয়ারম্যান হয়েছেন নাইমুর রহমান দুর্জয়। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান- আহমেদ সাজ্জাদুল ববি। ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খানকে দেয়া হয়েছে শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেট কাঠামো তৈরির বাড়তি দায়িত্ব। স্কুল ক্রিকেটের দায়িত্বে এসেছেন ওবায়েদ নিজাম। তার সাথে থাকবেন তানভির আহমেদ টিটো। আম্পায়ার্স কমিটির দায়িত্বে এসেছেন ইফতেখার রহমান মিঠু। সিসিডিএমের দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন চৌধুরী। মার্কেটিং অ্যান্ড কমার্শিয়ালের দায়িত্ব পাওয়া শেখ সোহেল- বিপিএলের গভর্নিং কাউন্সিলেরও দায়িত্বে থাকবেন।