বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টি-টুয়েন্টি বৃহস্পতিবার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টি-টুয়েন্টি বৃহস্পতিবার। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। যথারীতি হারারেতে হবে ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে খেলা।
জিম্বাবুয়ের মাটিতে অপ্রতিরোধ্য বাংলাদেশ। একমাত্র টেস্ট জয়ের পর ওয়ানডেতেও দুর্বার সাকিব-তামিমরা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এবার টি-টুয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ। টানা জয়ে উজ্জ্বীবিত সফরকারীরা। তবে, সিনিয়ন দুই ক্রিকেটের তামিম-মুশফিকের অনুপস্থিতিতে চিন্তিত দল। অন্যদিকে, ঘুরে দাঁড়াতে মরিয়া জিম্বাবুয়ে। ফরম্যাট ভিন্ন হওয়ায় আশাবাদী স্বাগতিক শিবির। দু’দলের পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। শেষ পাঁচ দেখায় ১ হারের বিপরীতে ৪ ম্যাচে জিতেছে মাহমুদউল্লাহ’র দল।