বাংলাদেশ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন
- আপডেট সময় : ০৬:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের পদোন্নতি না দিয়ে চলমান নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি।
সকালে নগরীর জিরো পয়েন্টে এ কর্মসুচি হয়। শিক্ষক নেতারা বলেন, ২০০৪ সালের পর সারাদেশের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজগুলোতে নতুন করে কারিগরি শিক্ষক নিয়োগ না দেয়ায় নিয়মিত কোর্সের বাইরেও অতিরিক্ত কোর্স হিসেবে বিনা পারিশ্রমিকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করে আসছেন কর্মরত শিক্ষকরা।
গোপালগঞ্জে নির্মাণাধীন টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া মহাসড়কে সদর উপজেলার তিন ইউনিয়নের জন্য খোলা ব্রীজ ও বাস-বে নির্মাণসহ মধুমতি নদীর সাথে কংশুর খাল সংযোগের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। কর্মসূচিতে তিন ইউনিয়নের সহস্রাধিক মানুষ অংশ নেন। এসময় হাতে হাত ধরে খোলা ব্রীজ ও বাস-বে নির্মাণ ও খাল সংযোগের দাবীতে শ্লোগান দেন তারা।