বাংলাদেশ ডায়াবেটিক সমিতিকে আরটি-পিসিআর ল্যাব হস্তান্তর করেছে বিজিএমইএ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশ ডায়াবেটিক সমিতিকে আরটি-পিসিআর ল্যাব হস্তান্তর করেছে বিজিএমইএ। এ ল্যাব হস্তান্তর করার মাধ্যমে শিল্প এলাকার শ্রমিকদের করোনা ভাইরাস নিরুপণে দ্রুত এবং সঠিক নিরীক্ষা আরও ত্বরান্বিত হবে বলে জানান প্রতিষ্ঠানটির নেতারা।
ল্যাব হস্তান্তর অনুষ্ঠানে বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি এসএম মান্নান কচি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি- বাডাসের সভাপতি জাতীয় অধ্যাপক প্রফেসর ডা. এ কে আজাদ খান। বিজিএমইএ-এর গুলশান মিডিয়া সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই ল্যাব হস্তান্তর করা হয়। এসময় বক্তারা জানান, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতেই বাডাসের মতো জাতীয় প্রতিষ্ঠানকে এই ল্যাব হস্তান্তর করা হলো। যা গার্মেন্টস শিল্পের অগ্রগতিতে ভূমিকা রাখবে।