বাংলাদেশ থেকে পোশাক কেনা কমিয়েছে যুক্তরাজ্য

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
- / ২৩৯১ বার পড়া হয়েছে
বিদায়ী ২০২৩ সালের প্রথম ১০ মাসে বাংলাদেশ থেকে নয় শতাংশ পোশাক কেনা কমিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এই তথ্য জানিয়েছে।
বিজিএমইএ জানায়, যুক্তরাজ্যে ৩০১ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে বাংলাদেশ। আগের বছরের একই সময়ে যা ছিল ৩৩০ কোটি ডলার।২০২২ সালের ১০ মাসে যুক্তরাজ্যে সর্বোচ্চ ৪০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ। বছর ব্যবধানে যা বেড়েছিল ৩৫ শতাংশ। তবে গত বছর অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে আমদানি কমায় দেশটি। ২০২৩ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পুরো বিশ্ব থেকে সাড়ে ১৬ শতাংশ কম পোশাক কেনে যুক্তরাজ্য। যেখানে সবচেয়ে বেশি নেতিবাচক প্রবৃদ্ধি হয় তুরস্কের। তালিকায় আছে ইন্দোনেশিয়া, চীন ও শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশ।