বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র-কানাডায় অর্থ পাচার বন্ধে মার্কিন সহযোগিতা চাওয়া হয়েছে : পররাষ্ট্র সচিব

- আপডেট সময় : ০৯:১৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / ১৬৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র-কানাডায় অর্থ পাচার বন্ধে মার্কিন সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ’র সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, সহজেই টাকা পাচার করা যায় সেসব স্থানে স্বচ্ছতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তিনি আরো বলেন, দুর্নীতি রোধে ব্যক্তি বিশেষের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা একটি টুলস বলেও আখ্যায়িত করেছেন রিচার্ড নেফিউ। বাংলাদেশ আগামী ডিসেম্বরে দুর্নীতি দমন বিষয়ক সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। দেশের দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ব্যাংক কীভাবে কাজ করে সেগুলো মার্কিন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি। এসময় মাসুদ বিন মোমেন জানান, দূর্নীতি দমন কমিশন সহযোগিতা চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় সহায়তা করবে।