বাংলাদেশ দলের টেকনিক্যাল টি-টুয়েন্টি পরামর্শক ভারতের শ্রীধরন শ্রীরাম
- আপডেট সময় : ০৯:০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ দলের টেকনিক্যাল টি-টুয়েন্টি পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ভারতের শ্রীধরন শ্রীরামকে। দায়িত্ব পালন করবেন টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। টি-টুয়েন্টি ফরম্যাটে দলের খেলায় পরিবর্তন আনতেই শ্রীরামকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
আর নয় ডিফেন্সিভ ক্রিকেট। এখন থেকে ওপেনসিভ ক্রিকেট খেলবে বাংলাদেশ। এশিয়া কাপ থেকেই টি-টোয়েন্টিতে খেলার ধরণ পাল্টাবে টাইগাররা।
ওয়ানডে ফরম্যাটে পরিপক্ক দল হলেও সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বিবর্ন বাংলাদেশ। দলের খেলায় পরিবর্তন আনতে এবার পালা বদলের ডাক বিসিবির। এই ফরম্যাটে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এই পরকল্পনা বাস্তবায়নে সাবেক ভারতীয় অলরাউন্ডার শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল টি-টুয়েন্টি পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। দায়িত্ব পালন করবেন টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
এদিকে এশিয়া কাপকে সামনে রেখে মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন হাসান মাহমুদ, সাইফুদ্দিন ও এবাদত হোসেন। রানিং সেশন শেষে নেটে প্রাক্টটিস করেছেন মাহমুদ, সাইফুদ্দিনরা।