বাংলাদেশ নতুন সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
- আপডেট সময় : ০৯:৩২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- / ১৯৪০ বার পড়া হয়েছে
The Prime Minister, Shri Narendra Modi visiting the National Martyrs' Memorial, in Savar, Dhaka on June 06, 2015.
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার দুপুরে সেনাসদরে বিদায়ী সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ দায়িত্ব বুঝিয়ে দেন জেনারেল ওয়াকার-উজ-জামানকে। পরে সংবাদ সম্মেলনে নতুন সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীকে সুশৃঙ্খল বাহিনী হিসেবে আরো শক্তিশালী করাই চ্যালেঞ্জ। দেশ ও জনগণের কল্যাণে যে কোনো দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রস্তুত বলেও জানান তিনি।
সামরিক রীতিতে ফুল সজ্জিত গাড়ীতে এভাবেই শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানানো হয় বিদায়ী সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে। তাঁকে ফুল দিয়ে বিদায় জানান সেনাসদর দপ্তরের কর্মকর্তারা। দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের পর সেনাবাহিনীর ঐতিহ্য ও রীতি অনুযায়ী সেনা সদরে দৃষ্টিনন্দনভাবে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো গাড়িতে আরোহন করেন বিদায়ী সেনা প্রধান। ১৭তম সেনাপ্রধান হিসেবে ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব নেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এর আগে সেনাসদর দপ্তরে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ। দায়িত্ব নেয়ার পর সংবাদ সম্মেলনে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেন, দেশ ও মানুষের কল্যাণে যে কোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত সেনাবাহিনী।
নতুন সেনাপ্রধান জানান, সেনাবাহিনীকে আরো সু-শৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তোলাই তার চ্যালেঞ্জ। ভূরাজনীতি মোকাবিলায় শক্তিশালী ভুমিকা রাখার কথাও জানান তিনি। গণমাধ্যমকে সাথে নিয়ে সামনে এগুবে সেনাবাহিনী এমন প্রত্যয়ও জানান নতুন সেনাপ্রধান। এর আগে সকালে শিখা অর্নিবার্ণে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান বিদায়ী সেনাপ্রধান। পরে সেনাকুঞ্জে বিদায়ী সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদকে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল।