বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৪৯ বার পড়া হয়েছে
আজ বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে। সিরিজ জয় আর সিরিজ ড্র করার ভিন্ন দুই সমীকরণ নিয়ে মাঠে নামবে দু’দল। মিরপুরে দুপুর ২টায় শুরু হবে ম্যাচ।
কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে হোচট খায় টাইগাররা। ৮৬ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। বিশ্বকাপের আগে যা বড় ধাক্কা বাংলাদেশ দলের। তাই নতুন করে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। শেষ ওয়ানডেতে দলে একাধিক পরিবর্তন, বিশ্রাম দেয়া হয়েছে তামিম, লিটন ও মোস্তাফিজকে। শেষ ম্যাচে অধিনায়ক হয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। দলে ফিরেছেন মিরাজ, মুশফিক। বিশ্বকাপ শুরুর আগে শেষ ম্যাচটায় জয় চায় টাইগাররা। অন্যদিকে, ২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে প্রথমবার সিরিজ জিততে চায় নিউজিল্যান্ড।