বাংলাদেশ নিয়ে কোনো ইতিবাচক প্রতিবেদন হলে গবেষণা প্রতিষ্ঠানগুলো নিশ্চুপ থাকে কেন?
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশ নিয়ে কোনো ইতিবাচক প্রতিবেদন হলে গবেষণা প্রতিষ্ঠানগুলো নিশ্চুপ থাকে কেন? এমন প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
দুপুরে তথ্য মন্ত্রণালয় থেকে অনলাইনে খুলনায় মুজিববর্ষে বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অর্থ তহবিল- আইএমএফের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী চলতি বছরশেষে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে যাবে। তিনি বলেন, এ প্রতিবেদন প্রকাশ হওয়ার পর পুরো ভারতজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ভারতের মিডিয়াতে এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বিভিন্ন সভা-সমিতিতে এটা নিয়ে আলোচনা হচ্ছে। বুদ্ধিজীবীরা আলোচনা করছেন। শেখ হাসিনা সরকারের প্রশংসা করছেন। অথচ বাংলাদেশের অর্থনীতিবিদরা এই পরিসংখ্যান নিয়ে নীরবতা পালন করছেন, যা রহস্যজনক।