বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের বিগ ম্যাচে জিতেছে বসুন্ধরা কিংস

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের বিগ ম্যাচে জিতেছে বসুন্ধরা কিংস। সাইফ স্পোর্টিং ক্লাবকে ৪-৩ গোলে হারিয়েছে বসুন্ধরা। অন্য ম্যাচে শেখ জামালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ঢাকা আবাহনী।
ঘরের মাঠে শুরুতেই বাজিমাত করে বসুন্ধরা কিংস। ম্যাচের ৩ মিনিটে রবসন এগিয়ে দেন দলকে। ১৮ মিনিটে ম্যাচে ফেরে সাইফ যদিও সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। জোড়া গোলে বসুন্ধরাকে এগিয়ে দেন মতিন মিয়া। পরে চমক দেখায় সাইফ, ৬০ আর ৬৭ মিনিটের সমতায় ফেরে ইয়োলো আর্মিরা। তবে, নাটকীয়তার ম্যাচে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি সাইফ স্পোর্টিং ক্লাব। ৭৭ মিনিটে খালেদের গোলে পূর্ন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। এ জয়ে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে ঢাকা আবাহনী।