বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বড় ব্যবধানে জিতেছে শেখ রাসেল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বড় ব্যবধানে জিতেছে শেখ রাসেল। বাংলাদেশ পুলিশকে হারিয়েছে ৪-১ গোলে। একই দিন স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে রহমতগঞ্জ।
তবে, হোচট খেয়েছে মোহামেডান। মুক্তিযোদ্ধার কাছে ২-১ গোলে হেরেছে সাদা-কালোরা। গোপালগঞ্জে দুই গোল খেয়ে পিছিয়ে পড়ে মোহামেডান। শেষ মুহুর্তে ১ গোল শোধ দিলেও হার এড়াতে পারনি ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। এদিকে, বাংলাদেশ পুলিশকে প্রথমার্ধে দুই গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শেখ রাসেল। দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও সফল হয়নি বাংলাদেশ পুলিশ। উল্টো আরও দুই গোল হজমে বড় হার নিশ্চিত হয় তাদের। ২০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের আটে শেখ রাসেল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে মোহামেডান।