বাংলাদেশ বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্র অব্যাহত আছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
- / ১৬০২ বার পড়া হয়েছে
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নবনিযুক্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কেউ যেন অবৈধ মজুদ গড়ে সাধারণ ক্রেতাদের নাজেহাল করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে এসব বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্র অব্যাহত আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন উস্কানি দিয়ে দেশের ক্ষতি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি’র কার্যালয়ের তালা ভাঙ্গাকে নাটক হিসেবে মন্তব্য করেন শেখ হাসিনা।
টানা চতুর্থবার সরকার গঠনের পর দুদিনের রাষ্ট্রীয় সফরে টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান হিসেবে এটিই তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। টুঙ্গিপাড়ায় পৌছে প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এসময় ৩ বাহিনীর একটি চৌকষ দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বাজে করুণ সুর। পরে নবগঠিত মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আরো একবার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। ফুলেল শ্রদ্ধার পর শোকবইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রদ্ধা জানাবার আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা। উপস্থিত স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যের শুরুতেই নির্বাচন প্রসঙ্গ। নির্বাচন কেন্দ্রিক দেশি-বিদেশি ষড়যন্ত্রের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। হুতিদের বিরুদ্ধে মার্কিন আক্রমন এবং আগামীর করণীয় সম্পর্কেও কথা বলেন তিনি। বিএনপির তালাভাঙ্গা নাটক সম্পর্কেও নিজের মূল্যায়ন তুলে ধরেন তিনি। এরআগে টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।