বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
মুজিব চিরন্তন প্রতিপাদ্যে জাতীয় প্যারেড স্কোয়ারে চলছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ১০ দিনব্যাপী অনুষ্ঠান। তৃতীয় দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গঠন করতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ ও সরকার।
‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে জাতীয় প্যারেড স্কোয়ারে চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দশ দিনব্যাপী অনুষ্ঠানমালা। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতেই গানে গানে আর প্রামান্যচিত্রে উঠে আসে বঙ্গবন্ধুর জীবন, আত্মত্যাগ আর দেশপ্রেম। দেশি-বিদেশী অতিথিরা এসময় স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশ সম্পর্কে ভিডিও ডকুমেন্ট উপভোগ করেন।এ অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন , বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রীলংকা, চীন, রাশিয়া মালদ্বীপসহ বিভিন্ন রাষ্ট্র যে ভূমিকা রেখেছেন তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সরকার প্রধান আরো বলেন, স্বাধীনতা অর্জন ও বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধুর ভুমিকাকে মুছে ফেলতে ব্যর্থ হয়েছে ষড়যন্ত্রকারীরা।সরকার প্রধান বলেন, অসাম্প্রদায়িক চেতনায় আরো এগিয়ে যাবে বাংলাদেশ।
ভিডিও বার্তায় এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশকে শুভেচ্ছা জানান , রুশ ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি লাভরভ।