বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল কার্ড স্কিম-টাকা পে’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ১৭২২ বার পড়া হয়েছে
বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল কার্ড স্কিম-টাকা পে’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এর মাধ্যমে লেনদেনে পরনির্ভরশীলতা কমবে। সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে এই উদ্যোগ যুগান্তকারি পদক্ষেপ বলে জানান প্রধানমন্ত্রী। ব্যবহারকারিদের তথ্যের সুরক্ষা ও টাকা পে’র কার্ড সহজে ব্যবহার উপযোগী করার তাগিদ দেন তিনি। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ এখন কারো দয়া-দাক্ষিণ্যে চলে না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
আর্থিক লেনদেন সহজ ও স্বনির্ভর করতে ন্যাশনাল কার্ড স্কিম ‘টাকা পে’ প্রচলনের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় এই ডেবিট কার্ড দিয়ে যেমন টাকা তোলা যাবে, তেমনি ক্রয়কৃত মূল্যের অর্থ পরিশোধ করা যাবে খুব সহজেই। প্রাথমিকভাবে লেনদেন হবে শুধু দেশের ভেতর। আর কার্ডটি ইস্যু করবে সোনালী ব্যাংক ও বেসরকারি ব্যাংক ব্র্যাক।
গণভবনে ন্যাশনাল কার্ড স্কিম টাকা পে-র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে টাকা পে-কার্ড একটি যুগান্তকারি পদক্ষেপ।
তিনি বলেন, লেনদেনে পরনির্ভরশীলতা কমাতে ভারতসহ অন্য দেশগুলোর সঙ্গে নিজস্ব মুদ্রায় লেনদেন করার কাজ এগিয়ে নিচ্ছে সরকার।
আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ এখন কারো দয়া দাক্ষিণ্যে চলে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সবশেষ সুইচ টিপে বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল কার্ড স্কিম টাকা পে-র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।