বাংলাদেশ-ভারতের মাঝে ঝুলে থাকা সমস্যা সমাধান হবে : স্পিকার
- আপডেট সময় : ০৯:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
আলোচনার মাধ্যমে বাংলাদেশ-ভারতের মাঝে ঝুলে থাকা সমস্যা সমাধান হবে বলে আশা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় প্রেসক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি। সেমিনারে দুই দেশের সিনিয়র সাংবাদিকরা বলেন, ভারতের স্থিতিশীলতার উপর নির্ভর করে আঞ্চলিক শান্তি। তিস্তা সমস্যা সমাধানে দু’দেশের সাংবাদিকদের এগিয়ে আসা প্রয়োজন বলে মত দেন তারা।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় প্রেসক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশ ভারত সম্পর্ক ও গণমাধ্যমের ভূমিকা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় প্রেসক্লাব। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্ব সেমিনারে উভয় দেশের সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন।
এসময় সিনিয়র সাংবাদিকরা বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্কের মাধ্যমে যে সকল সমস্যা সমাধান হওয়া কথা। তবে তা আসানুরুপভাবে হয়নি। তারা বলেন,পানি সমস্যায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ।
সিংক: গীতার্থ পাঠক, সভাপতি,ভারতীয় জার্নাল ইউনিয়ন
প্রধান অতিথির বক্তব্যে ভাচূয়ালী যুক্ত হয়ে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, দুই দেশের সম্পর্ক, উন্নয়ন, স্থীতিশীলতা, বিভিন্ন সমস্যার সমাধান ও বিভিন্ন সম্ভাবনার ক্ষেত্রে উভয় দেশের সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।
আগামীতে ভারত-বাংলাদেশের বন্ধুত্বপুর্ণ সম্পর্কের উন্নয়নে দুই দেশের মিডিয়া আরো বেশি ভুমিকা রাখবে বলে প্রত্যাশা আলোচকদের।