বাংলাদেশ-ভারত আস্থাপূর্ণ সম্পর্কে বিএনপির গাত্রদাহ : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হওয়ায় বিএনপির জ্বালা-পোড়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিস্তা চুক্তির জন্য রাজ্য সরকারের অনুমোদন আদায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, মিয়ানমার সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ।
সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, কোনো প্রভু নেই। ক্ষমতার জন্য বাইরের কারো কাছে কখনও ধরনা দেয়নি বলেও দাবি করেন ওবায়দুল কাদের।
এদিকে, জাতীয় প্রেস ক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ফলপ্রসূ হওয়ায় বিএনপির মন খারাপ।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠক শেষে সরকারের গৃহীত পদক্ষেপের কথা জানান তিনি।
তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে যুদ্ধ নয়। সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ।