বাংলাদেশ-যুক্তরাজ্য পঞ্চম কৌশলগত সংলাপ আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬১৭ বার পড়া হয়েছে
আধুনিক অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে ঢাকায় আজ বাংলাদেশ-যুক্তরাজ্যের পঞ্চম কৌশলগত সংলাপ হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে সংলাপ।
সংলাপে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাজ্যের নেতৃত্ব দেবেন ফরেন, কমনওলেথ অ্যান্ড ডেভেলপমেন্ট কার্যালয়ের স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন। সংলাপে যোগ দিতে গতকালই ফিলিপ বার্টন দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। দ্বাদশ নির্বাচনের আগে অনুষ্ঠেয় এই সংলাপে–পূর্ব নির্ধারিত বিষয়ের পাশাপাশি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং মানবাধিকার নিয়েও যুক্তরাজ্য কথা বলবে বলে ধারণা করা হচ্ছে। প্রায় দুই বছর পর ঢাকা-লন্ডন কৌশলগত সংলাপ হচ্ছে। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে লন্ডনে চতুর্থ অংশীদারত্ব সংলাপ হয়।