বাংলাদেশ সফরে আসছেন উজরা জেয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ১৭৫২ বার পড়া হয়েছে
অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার ইস্যুসহ বিভিন্ন বিষয়ে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করতে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সিভিলিয়ান সিকিউরিটি, ডেমোক্রেসি ও হিউম্যান রাইটসবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ৮ থেকে ১৪ জুলাই তিনি ভারত ও বাংলাদেশ সফর করবেন। সফরে ভারতের সিনিয়র নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক আরও টেকসই করা নিয়ে আলোচনা করবেন। পরে উজরা জেয়া বাংলাদেশে নাগরিক সংগঠনের সঙ্গে মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতা নিয়ে আলোচনা করবেন। এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন, রোহিঙ্গা সংকট, শ্রম ইস্যু, মানব পাচারসহ বিভিন্ন ইস্যুতেও আলোচনার কথা রয়েছে।