বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল : ভারতীয় উপ হাইকমিশনার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ভারতীয় উপ হাইকমিশনার রাজেশ কুমার রায়না বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল, এরকম দৃশ্য ভারতেও দেখতে পাই না।
কুমিল্লার ঘটনা নিয়ে তার দেশের পর্যবেক্ষণ কি? স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বলেন, এদেশে সবাই একসাথে দূর্গা পূজা উদযাপন করছে। এটাই বাংলাদেশের প্রকৃত পরিচয়। সকল সম্প্রদায় এই উৎসবে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে। বিশ্বের কাছে এটা একটা উদাহরণ। এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কমল দও ও সাধারণ সম্পাদক কাজল বরন দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন।